• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশের হাতে শ্রমিকের মৃত্যু: ৪ পুলিশ সদস্যসহ ৫ জনের নামে মামলা


মাগুরা প্রতিনিধি জুলাই ১৮, ২০২২, ০৭:৩৮ পিএম
পুলিশের হাতে শ্রমিকের মৃত্যু: ৪ পুলিশ সদস্যসহ ৫ জনের নামে মামলা

মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড় বাসস্ট্যান্ড এলাকায় গত শনিবার বিকেলে পরিবহন শ্রমিক সালাম শেখকে (৪৫) মারপিট করে হত্যার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী যমুনা বেগম।

সোমবার (১৮ জুলাই) দুপুরে মাগুরা দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচি রায় বাদীপক্ষের যুক্তিতর্ক শুনে নিহতের স্ত্রী যমুনা বেগমের অভিযোগ সরাসরি এফআইআর হিসেবে গণ্য করে পিবিআইকে তদন্তের আদেশ দেন। এ ঘটনায় ৯৯৯ নাম্বারে অভিযোগকারী রাশেদুল ইসলাম ৫৪ ধারায় জেল হাজতে রয়েছে।

জানা যায়, গত শনিবার উপজেলার চৌগাছী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিনের ছেলে ইসলামী ব্যাংক কর্মকর্তা রাশেদুল ইসলামের সাথে ওয়াপদা মোড় বাসস্ট্যান্ডে যানবাহনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে রাশেদুল ৯৯৯ নাম্বারে কল দিয়ে সালাম শেখের নামে অভিযোগ করে। তার অভিযোগ পেয়ে নাকোল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জামাল, এএসআই সিরাজ মোল্যা, এএসআই জসিম, এএসআই ভবেন ও পুলিশ ভ্যানের ড্রাইভার নাজমুল সালাম শেখকে ওয়াপদা বাস স্ট্যান্ডের কাউন্টারের মধ্যেই বেদম মারপিট করে। এতে সালাম শেখ গুরুতর আহত হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে প্রথমে নাকোল ক্যাম্পে ও পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালাম শেখকে মৃত ঘোষণা করেন। 

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!