• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্যারাকের ছাদে মিলল কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ


মাগুরা প্রতিনিধি জুলাই ২১, ২০২২, ১২:১০ পিএম
ব্যারাকের ছাদে মিলল কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ

মাগুরা : মাগুরায় মাহমুদুল হাসান নামে এক পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরা পুলিশলাইন্স ব্যারাকের ছাদ থেকে ওই কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়।

মাহমুদুলের প্রতিবেশী ও সহকর্মী সূত্রে জানা যায়, বুধবার নাইট ডিউটি ছিল মাহমুদুলের। সকাল সাড়ে ৭টার দিকে ছাদে গিয়ে নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান। তিনি জানান, রাতের ডিউটি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিয়ে নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন মাহমুদুল হাসান। এছাড়াও তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। দেড় মাস আগে তিনি বদলি হয়ে মাগুরায় আসেন বলে জানা গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!