• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

‘ফাঁসি ফাঁসি’ খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর


চুয়াডাঙ্গা প্রতিনিধি জুলাই ২৪, ২০২২, ০৪:১৩ পিএম
‘ফাঁসি ফাঁসি’ খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিশুকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফাতেহ্ আকরাম তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ১০টার দিকে সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামে এ ঘটনা ঘটে।

১০ বছর বয়সী শিশু সাইদুল ইসলাম শামিউল সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামের দিনমজুর খোরশেদ আলমের ছেলে। সে সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাতে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সাইদুল ইসলামের মা অসুস্থ। তিনি তাদের নতুন ঘরে ছিলেন। তাদের খাবার রাখা ছিল পুরোনো ঘরে। সকালে স্কুলে যাওয়ার সময় সেখানে ভাত খেতে যায় সাইদুল। ভাত খেয়ে অন্য বাচ্চাদের সঙ্গে সেখানেই ফাঁসি ফাঁসি খেলা শুরু করে। ঘরের আড়ার সঙ্গে শাড়ির পাড় বেধে খেলার একপর্যায়ে গলায় ফাঁস লাগলে গুরুতর আহত হয় সে।

এ সময় প্রতিবেশী তারেক পাটোয়ারি তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ঘণ্টাখানেক পর সে মারা যায়।

পরিদর্শক আবু সাঈদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!