• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্যায় ৭৯ কোটি ৮৯ লাখ টাকার সবজি নষ্ট


সুনামগঞ্জ প্রতিনিধি জুলাই ২৫, ২০২২, ০১:৫০ পিএম
বন্যায় ৭৯ কোটি ৮৯ লাখ টাকার সবজি নষ্ট

সুনামগঞ্জ : সুনামগঞ্জে বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজি ক্ষেতের। গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হওয়ায় দিশাহারা কৃষকরা। জেলার সবজির ক্ষয়ক্ষতির পরিমাণ ৭৯ কোটি ৮৯ লাখ টাকার ওপরে। আগাম শীতকালীন সবজি চাষ করে কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

জানা গেছে, সুনামগঞ্জের সবকয়টি এলাকায় কম-বেশি সব ধরনের গ্রীষ্মকালীন সবজি চাষ হয়। হাজার হাজার কৃষক লাউ, বেগুন, শসা, কুমড়া, করলা, ঝিঙা, টমেটো, কাঁচামরিচ পেঁপেসহ নানা জাতের সবজি চাষ করেন।

তাদের উৎপাদিত সবজি জেলাবাসীর চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় পাঠানো হয়। তবে এবারে বন্যায় সুনামগঞ্জের মোট ১১৪১.৪ হেক্টর ফসলি জমির ১৫ হাজার ৯৭৯ মেট্রিক টন সবজির ক্ষতি হয়েছে।

জেলা কৃষি অফিসের তথ্যমতে, সবচেয়ে বেশি সবজির ক্ষতি হয়েছে সদর উপজেলায়। ক্ষতির পরিমাণ ২৫ কোটি ৬৯ লাখ টাকা। নষ্ট হয়েছে ৩৩৮ মেট্রিক টন সবজি।। শান্তিগঞ্জ উপজেলায় ১৭৩ হেক্টর জমির ১২ কোটি ১১ লাখ টাকার ২ হাজার ৪২২ মেট্রিক টন সবজির ক্ষতি হয়েছে।

এছাড়াও তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার, ছাতকসহ জেলার ১১ উপজেলায় মোট ১১৪১.৪ হেক্টর জমির ৭৯ কোটি ৮৯ লাখ টাকার সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, আমাদের শুধু সবজির ক্ষতি হয়েছে ৭৯ কোটি টাকার ওপরে। বন্যার ক্ষতি কাটাতে আগাম সবজি চাষের পরার্মশ দিচ্ছি।

এছাড়া ৬৮ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের রবি প্রণোদনার মাধ্যমে সহায়তা করা হবে। ইতোমধ্যে আমরা উপজেলা ওয়ারী ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকার কাজ সম্পন্ন করেছি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!