• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক


রাঙামাটি প্রতিনিধি: অক্টোবর ৫, ২০২২, ০৩:৪২ পিএম
সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের সাড়ে ৬ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পর্যটন স্পট সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার সাজেকে আটকা পড়েছিলেন হাজারো পর্যটক। 

মঙ্গলবার দিনগত রাতে পাহাড় ধসের পর বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় লোকজন।একাজে সেনাবাহিনীও অংশ নেয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, পাহাড় ধ্বসের পর সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোনো সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে, পর্যটকরাও যাতায়াত শুরু করেছেন। 

সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এ ছাড়া সাজেক ও বাঘাইহাট এলাকায় ছয় শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে বলে জানা যায়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!