• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারি টাকায় নির্মিত ম্যুরালে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এমপির ছবি


সুনামগঞ্জ প্রতিনিধি: নভেম্বর ২, ২০২২, ০৩:৪১ পিএম
সরকারি টাকায় নির্মিত ম্যুরালে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এমপির ছবি

সুনামগঞ্জ: সরকারি টাকায় নির্মিত একটি ম্যুরালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে বসানো হয়েছে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার আপন ভাই আরেকটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল থেকে এই ম্যুরালের ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷

স্থানীয় সরকার প্রকৌশলের তথ্যানুযায়ী, গত ২৩ জুন মেসার্স রানা ট্রেডার্সকে ৯ লাখ ৯৯ হাজার ৭২৪ টাকা চুক্তিমূল্যে ম্যুরালটি বানাতে কার্যাদেশ দেয়া হয়। ৩০ দিনের মধ্যে মধ্যনগর ব্রিজসংলগ্ন স্থানে ম্যুরাল নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

ম্যুরালের ডিজাইনে এক পাশে বঙ্গবন্ধু ও আরেক পাশে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা। তবে সেখানে কোনো অনুমতি ছাড়াই স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি যুক্ত করা হয়েছে।

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার সাংবাদিকদের বলেন, ‘এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ম্যুরাল হওয়ার কথা ছিল। কিন্তু এখন দেখি এখানে এমপি আর তার ভাই চেয়ারম্যানের ছবি। এটা শিষ্টাচারবিরোধী কাজ, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দিলেন অথচ তারা সবাই নৌকা মার্কায় ভোট পেয়েই জয়ী হয়েছিলেন। আমি নিজে ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন, এখানে এই ডিজাইন ছিল না, তারা নিজ ইচ্ছায় এমন পরিবর্তন করেছেন।’

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন বলেন, ‘বিষয়টি আমার নজরেও এসেছে। একজন সরকারদলীয় এমপি ও চেয়ারম্যান এমন কাজ করতে পারেন না। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এমপি সাহেবও কীভাবে নিজের ছবি বসালেন, সেটা আমার বুঝে আসে না। এ কারণে কঠিন শাস্তির মুখোমুখি হওয়া উচিত এমপি সাহেব ও তার ভাইয়ের।’

ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, ‘যেহেতু মধ্যনগর নতুন উপজেলা, তবে এখনও প্রশাসনিক দাপ্তরিক সব কাজ হয় ধর্মপাশা থেকেই। মধ্যনগরে যে ম্যুরাল তৈরি হচ্ছে, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা ছিল। কিন্তু এভাবে সরকারি টাকায় নির্মিত ডিজাইনের পরিবর্তন করা যায় না।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটি জানার পর আমরা কাজ বন্ধ রেখেছি। এটা হতে পারে না। সরকারি টাকায় এভাবে ডিজাইন পরিবর্তনের কোনো অনুমতি বা কিছুই আমার নলেজে নেই।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!