• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি মার্চ ১৮, ২০২৩, ০৪:১১ পিএম
সড়ক দুর্ঘটনায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফজলুল হক (৩৩) নামের এক তাপ বিদ্যুৎ কেন্দ্র’র শ্রমিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় সিক্সলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ফজলুল হক সিরাজগঞ্জ সদরের রতন কান্দির ভেন্নাবাড়ীর মৃত জামাত আলী মন্ডলের ছেলে। সে ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাগানের মালি (গার্ডেনার) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সে সকালে নিজ মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের স্টীলের আইলেনের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

সোনালীনিউজ/এনকে/এসআই

Wordbridge School
Link copied!