• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজাপুর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি মার্চ ২২, ২০২৩, ০৩:৫৩ পিএম
রাজাপুর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে চতুর্থ পর্যায়ে ১৪১ পরিবারকে জমিসহ ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ মার্চ) সকালে সারাদেশের ১৫৯ টি উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজাপুরকেও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন। 

এ পর্যন্ত এ উপজেলায় জমিসহ ৫৯১টি পরিবারকে ঘর দেয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ইউএনও নুসরাত জাহান খানের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন লতিফা জান্নাত, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রট খন্দকার ফারজানা নাজনীন সেতুসহ সুধীজন উপস্থিত ছিলেন।
 
সোনালীনিউজ/এনএ/এসআই

Wordbridge School
Link copied!