• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টার মূল আসামি গ্রেফতার


কুমিল্লা প্রতিনিধি: মে ২, ২০২৩, ০৮:৫৯ পিএম
কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টার মূল আসামি গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নুরুজ্জামান সুজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলায় মুল আসামি শাহআলমকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২ মে) ভোরে নগরীর চর্থা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাতে ইয়াসিন নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার (৩০ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহত ছাত্রলীগ নেতা সুজন ঢুলিপাড়া এলাকায় ফরিদ উদ্দিন আহমেদের ছেলে।

গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি সুজন বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!