• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবৈধ গ্যাস রিফিল কারখানায় ফের বিস্ফোরণ, দগ্ধ ৫


সাভার প্রতিনিধি মে ১৩, ২০২৩, ০১:২৫ পিএম
অবৈধ গ্যাস রিফিল কারখানায় ফের বিস্ফোরণ, দগ্ধ ৫

ছবি: সংগৃহীত

সাভার: আশুলিয়ায় অবৈধ গ্যাস রিফিল কারখানায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়ায় তেঁতুলতলা এলাকার বিল্লালের অবৈধ গ্যাস রিফিল কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় দগ্ধ ৫ জনকে উদ্ধার করে স্থানীয় নারী শিশু হাসপাতালে ভর্তি হয়। পরে তাদের উন্নত চিকিৎসার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

আহতরা হলেন, বিল্লাল হোসেন (৩০), শরিফুল ইসলাম (২৫), নুরনবী (২৮), মাহলাম (২৬) ও সোহাগ (৯)। এদের মধ্যে বিল্লাল কারখানা মালিক ও বাকীরা কর্মচারী। আর শিশু সোহাগ কর্মচারী শরিফুলের ছেলে।

স্থানীয়রা জানান, ওই কারখানায় বিল্লাল নামের এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের খালি সিলিন্ডার সংগ্রহ করতেন। পরে ৪৫ লিটার গ্যাসের বড় সিলিন্ডার থেকে সেসব খালি সিলিন্ডারে বালু ও পানি ভরিয়ে গ্যাস রিফিল করতেন। প্রতিদিনের মত আজ সকালে গ্যাস রিফিল করছিলেন ওই ব্যবসায়ী। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে নিমিষেই চারদিকে আগুন ধরে যায়। এই আগুনে দগ্ধ হয় শিশুসহ ৫ জন।  

ডি ইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ওয়ালি উল্লাহ জানান, সকালে ওই সিলিন্ডারের টিনসেড গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় কয়েকজেনর দগ্ধের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আসার আগেই তাদের হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। 

অপর অবৈধ গ্যাস রিফিল সিলিন্ডার ব্যবসায়ী নুরন্নবি বলেন, এই এলাকায় প্রায় ৪০ থেকে ৫০ টি এমন কারখানা রয়েছে। যেখানে, বালু ও পানি মিশিয়ে করে সিলিন্ডারে ভরে গ্যাস অর্ধেক রিফিল করা হয়। গত ৪ মে মিরাজের কারখানায় বিস্ফোরণ হয়। এর পর থেকে আমি রিফিল করা বন্ধ করে দিয়েছি। এখানে লালন, করিম, বাদল, খোকন, বিল্লাল, বেলালসহ বিভিন্ন রিফিল ব্যবসায়ী রয়েছে।কোন প্রকার অনুমোদন ছাড়াই সিলিন্ডার মজুদ করে রিফিল করা হয়। আমরা শুধু গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স নিয়ে থাকি।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মাসুদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করা দেখা হচ্ছে। উধ্বর্তন অফিসারের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ৪ মে আশুলিয়ার উত্তর কাঠগড়া এলাকায় মিরাজ ও রাজীবের অবৈধ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এঘটনায় ২ জন দগ্ধ হয়। ওই ঘটনার প্রায় ৯ দিন পর আজ একই ধরনের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

সোনালীনিউজ/এমএম/এসআই

Wordbridge School
Link copied!