• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনায় নারী ফুটবল ম্যাচে ময়মনসিংহ বিভাগ চ্যাম্পিয়ন


পাবনা প্রতিনিধি মে ২৫, ২০২৩, ১১:২৩ এএম
পাবনায় নারী ফুটবল ম্যাচে ময়মনসিংহ বিভাগ চ্যাম্পিয়ন

পাবনা: পাবনার চাটমোহর পৌরসভার নারিকেলপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) বিকেলে চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নারী ফুটবলে ময়মনসিংহ বিভাগ বনাম খুলনা বিভাগ প্রতিদন্দ্বীতা করেন। খেলায় ময়মনসিংহ নারী ফুটবল একাদশ খুলনা নারী ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: মমতাজ মহলের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম।

উক্ত খেলায় সার্বিক সহযোগীতায় ছিলেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মেজবাহুর রহমান রোজ, জেলা পরিষদের নারী সদস্য আফিয়া সুলতানা আখি, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, আওয়ামী লীগ নেতা মাহাবুব এলাহী বিশু, ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন, বিলচলন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সম্পাদক সাইদুর রহমান, চাটমোহর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন মনির, সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির খান, সম্পাদক মেহেদী হাসান হিমুসহ আরো অনেকে।

নারী ফুটবল খেলায় ময়মনসিংহ নারী ফুটবল একাদশ খুলনা নারী ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। নারী দলের প্রীতি ফুটবল খেলা দেখতে কলেজ মাঠে প্রচুর নারী-পুরুষ শিশুসহ সব বয়সী দর্শক সমাগম হয়েছিলো। একই মাঠে সন্ধ্যার পর ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোনালীনিউজ/এসএইচ/এসআই

Wordbridge School
Link copied!