• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার


ঠাকুরগাঁও প্রতিনিধি জুলাই ২৩, ২০২৩, ০১:০৮ পিএম
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) ভোর রাতে উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হঠাৎপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুর রহমান জানান।

গ্রেপ্তারকৃত আমানুল্লাহ আমান হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হটাৎপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আবু তালেবের ছেলে।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় মামলা করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান।

মামলার বরাত দিয়ে পরিদর্শক শহিদুর রহমান বলেন, শুক্রবার দুপুরে আমানুল্লাহ তার নিজস্ব ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করেন।

এরপর আমানুল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মামলার বাদী হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মামলা করেছি। আমি এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!