• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন


সুনামগঞ্জ প্রতিনিধি আগস্ট ২, ২০২৩, ০২:৩১ পিএম
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন

সুনামগঞ্জ  : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আটক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২ আগস্ট) সকালে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিকের আদালতে ৩২ আসামির জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

জামিন পাওয়া ৩২ শিক্ষার্থীর মধ্যে ২৪ জন বর্তমানে অধ্যয়নরত। আটজন বুয়েটের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছুক্ষণ পর শিশু আদালতে তাদের জামিন চাইবেন আইনজীবী।

আসামিদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জানান, আসামীরা দেশের মেধাবী শিক্ষার্থী, তারা হাওরে ঘুরতে এসেছিল। পুলিশ শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, সবাই মেধাবী শিক্ষার্থী। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। সোমবার বিকেলে বুয়েট তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!