রাজশাহী: রাজশাহীতে ছেলের হাতে ধারালো অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টার দিকে বাঘা উপজেলার হরিরামপুর পাকা পাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুস্তম আলী (৭০)। তার ছেলের নাম শুকুর আলী (৪২)। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে সে তার বাবাকে প্রথমে কিল ঘুসি মারে। পরে ধারালো দেশী অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, এই ঘটনার পর থেকেই শুকুর আলী পলাতক রয়েছেন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সোনালীনিউজ/এম/এসআই







































