নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে নবনির্মিত ৩নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর কমিউনিটি ক্লিনিক-কাঁঠালভাঙ্গা বাজার সড়কের (চেইনেজ -০০-৫০০ মিটার) উদ্বোধন করেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ২৭ হাজার টাকা ব্যয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় সড়কটি উদ্বোধন করা হয়।
এসময় এমপি তুহিন সড়কটি সরেজমিন পরিদর্শন ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগে নিম্নমানের কাজ প্রমাণিত হওয়ায় ঠিকাদারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলী শাহবুর রহমান সজীবকে নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা প্রকৌশলী শাহবুর রহমান সজীব, ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন কাজল, মোঃ আব্দুল মতিন, মোঃ কামাল উদ্দীন মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমপি তুহিন তার নিজের ফেইসবুক আইডিতে লিখেন, ৩নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর কমিউনিটি ক্লিনিক কাঠাল ভাংগা নবনির্মিত সড়কটি উদ্বোধন করলাম, এখানে উল্লেখ্য রাস্তাটি নিম্নমানের হয়েছে যা আমি পরিদর্শন করে দেখতে পারলাম এবং স্থানীয় এলাকাবাসীও অভিযোগ করলেন, ঠিকাদারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিলাম।
এমএস







































