• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: আরও ১ জনের মৃত্যু


গাজীপুর প্রতিনিধি আগস্ট ৩০, ২০২৩, ১১:১৩ এএম
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: আরও ১ জনের মৃত্যু

গাজীপুর: গাজীপুর বোর্ড বাজারে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় শফিকুল ইসলাম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শরিফুল পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হোসাইন আলীর ছেলে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শফিকুলের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত ১৪ আগস্ট ফরমান মণ্ডল (৬৫) ও ১৭ আগস্ট তার ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিনারুল ইসলাম মারা যান। মিনারুলের মা খাদিজা বেগম (৫২) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গত ১৪ আগস্ট গাজীপুর বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিনারুল ইসলামের বাসায় লিকেজ গ্যাস সিলিন্ডার মেরামত করতে যান শফিকুল। লিকেজ সারিয়ে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় শরিফুল ইসলাম, মিনারুল ইসলাম, তার বাবা ফরমান মণ্ডল ও মা খাদিজা বেগম দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

এমএস

Wordbridge School
Link copied!