• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫০ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার


সাভার প্রতিনিধি আগস্ট ৩১, ২০২৩, ১১:০৭ এএম
৫০ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভার: সাভারে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় মামুন হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামুন তেঁতুলঝোড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, মামুন হোসেন ওরফে নোয়াখাইল্লা মামুনের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন মামুন। চাঁদা না পেয়ে তার উন্নয়ন কাজ বন্ধ করেন এবং প্রকল্প এলাকা থেকে মূল্যবান মালামাল লুট করেন।

এমন অভিযোগে ওই ব্যবসায়ী সাভার মডেল থানায় গতকাল বুধবার রাতে একটি মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এমএস

Wordbridge School
Link copied!