ফাইল ছবি
সাভার: আশুলিয়ার বাড়ইপাড়ায় নিজ ঘরে সাহেরা বেগম (৫৫) নামে এক নারীকে হাত-পা ও মুখ বেঁধে হত্যার করা হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় মালিকানাধীন হায়েত আলী বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, দুইতলা ভবনের নীচতলা এক কক্ষে ভাড়া থেকে গাজীপুরের চন্দ্রায় খাবার হোটেলের ব্যবসা করতো সাহেলা বেগম। পাশের ফ্লাটেই তার ছেলে স্ত্রী-সন্তানসহ বসবাস করে।
নিহত সাহেরা বেগম টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী।
নিহতের মেয়ে রুমা বেগম বলেন, আমার মা জমি কেনার জন্য ৫ লাখ টাকা এনে রেখেছি রুমে। আমাকে ফোনে বলেছি, আমার ভাইকে নিয়ে যেতে। কিন্তু সকালে একজন জানায় আমার মায়ের এই অবস্থা। ঘরে এখন টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল ফোন কিছুই নেই। মায়ের পাশের রুমে উজ্জল নামে একজন ভাড়া থাকতো। সে ওয়ালটনে চাকরি করে। সকালে তাকে বের হতে দেখেছে কেউ কেউ। কিন্তু তার মোবাইল নম্বর এখন বন্ধ পাইতেছি। আমাদের ধারনা সেই এই কাজ করছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সোহেল মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারনা, তাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্ত। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত নই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে পাশের রুমে যে ব্যক্তি থাকতো, তাকে সন্দেহের তালিকায় রেখেছি। তার মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সোনালীনিউজ/এসআই







































