• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বর সেজে কনের বাড়ি যাওয়া হলোনা মাজহারুলের


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৯:৩৭ এএম
বর সেজে কনের বাড়ি যাওয়া হলোনা মাজহারুলের

নান্দাইল: বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। কনের জন্য লাল বেনারসি শাড়ি ছাড়াও বিভিন্ন ধরনের অলঙ্কারসহ আনুষাঙ্গিক সবকিছুই গুছানো ছিল। অপেক্ষা শুধু কনের বাড়িতে বর সেজে যাওয়া।

কিন্তু বর সেজে কনের বাড়িতে যাওয়া হলোনা মাজহারুল ইসলামের (২৪)। গত শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে হাজীবাড়ি কলোনির একটি মেস থেকে বিয়ের দিন ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্বার করে সেখানকার থানা পুলিশ।

ময়মনসিংহের নান্দাইলের কাটলিপাড়া মাতারবাড়ি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে
মাজহারুল ইসলাম। তার চার ভাই ও দুই বোন।

পরিবার সূত্রে জানা যায়,গত প্রায় দুই বছর আগে ওয়ালটন কম্পানিতে চাকরি নেন মাজহারুল। গাজীপুরের কালিয়াকৈরে ছিল তার কর্মস্থল। সেখানের হাজীরবাড়ি কলোনিতে ভাড়া মেসে থাকতেন তিনি।

গত সপ্তাহে ছুটি নিয়ে বাড়িতে আসে মাজহারুল ইসলাম। পরে পরিবারের সম্মতি নিয়ে কনে দেখতে উপজেলার শেরপুর ইউনিয়নের একটি গ্রামে যায়। সেখানে কনে দেখে পছন্দের পর মাজহারুলের মতামত নিয়ে গতকাল শুক্রবার বিয়ের দিন তারিখ ধার্য্য করা হয়।

এর মধ্যে গত বুধবার সকাল ১১টার দিকে মাজহারুল বিয়ের বাজারসহ সকল কেনাকাটা শেষ হয়েছে কিনা তার খোঁজও নেয়। রাত ১২টার দিকে মায়ের সঙ্গে কথাও হয় তার। বৃহস্পতিবার দুপুরে বাড়ির দিকে রওনা হওয়ার কথা জানায় মাকে।

মাজহারুলের বড় ভাই আনসারুল ইসলাম জানান, শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আমরা বাড়িতে কনে তুলে নিয়ে আসবো।এরিমধ্য মাজহারুল ফের কর্মস্থলে গিয়ে গুছগাছ করে বাড়িতে আগের দিন রাতে আসার কথা জানায়।

কিন্তু তার আর বাড়িতে আসা হলো না। বারবার ফোন দেওয়ার পরেও কোন সাড়া না পাওয়ায় শুক্রবার দিন পরিবারের লোকজন মাজহারুলের কর্মস্থলে যান। সেখানে গিয়ে সন্ধান করে দেখতে পান কর্মস্থলের কাছে ভাড়া মেসের ভেতর ফাঁসিতে ঝুলে আছে মাজহারুল ইসলাম।

হাজীবাড়ি কলোনির একটি মেসের দরজা বাহির থেকে বন্ধ। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় মাজহারুলের দেহ বিছানার ওপর ফাঁসিতে ঝুলে আছে। তার দুই পা বিছানায় লাগানো ছিল। পাশেই একটি বড় ব্যাগে নিজের কাপড়-চোপড় ছাড়াও রয়েছে বিয়ের আরো বাজার। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এমএস

Wordbridge School
Link copied!