• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

অধ্যক্ষের ওপর ক্ষেপে গিয়ে প্যান্টের চেইন খুললেন প্রভাষক!


লালমনিরহাট প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৩:১৯ পিএম
অধ্যক্ষের ওপর ক্ষেপে গিয়ে প্যান্টের চেইন খুললেন প্রভাষক!

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাচিবিক ও অফিস ব্যবস্থাপনার শিক্ষক প্রভাষক জাহাঙ্গীর আলম শাহীনের বিরুদ্ধে অশ্লীলতা ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এঘটনায় ক্লাস বর্জন করে  বিক্ষোভ করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। 

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে  মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, প্রভাষক জাহাঙ্গীর আলম শাহীন প্রায়ই কলেজে দেরি করে আসেন। রবিবার দুপুরেও তিনি সাড়ে ১২টায় কলেজে উপস্থিত হন । কলেজে এসেই তিনি অধ্যক্ষের কক্ষে ঢুকে সই করার জন্য হাজিরা খাতা চান । এ সময় অধ্যক্ষ সরওয়ার আলম তাকে বলেন, ‘আপনি যতটার সময় এসেছেন ততটার সময় সই করেন।’ এতে রেগে গিয়ে তিনি অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতেই অধ্যক্ষের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। এক পর্যায়ে নিজের প্যান্টের বেল্ট ও চেইন খোলাসহ নানা অশ্লীলতা করেন। পরে নানা ভয়-ভীতি দেখিয়ে তিনি কক্ষ ত্যাগ করেন। 

জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক।  

প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক আব্দুল জলিল জানান, আমরা অধ্যক্ষের কক্ষে বসে ছিলাম। এমন সময় জাহাঙ্গীর আলম শাহীন হাজিরা খাতায় সই করতে আসেন। তখন অধ্যক্ষ বলেন, ‘যে সময়ে এসেছেন সেই সময়ে সই করেন’। এতে তিনি রেগে প্যান্টের চেইন ও প্যান্ট খোলাসহ অশ্লীল অঙ্গভঙ্গি করেন। একই সঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক ভয়ভীতি দেখান।

অপর শিক্ষক একরামুল হক বলেন, শিক্ষকরা যদি শিক্ষার্থীরা স্কুলে থাকা অবস্থায় তিনি এমন করেন তাহলে শিক্ষার্থীরা কী শিখবে তার কাছে। জাহাঙ্গীর আলম শাহীনের এটা চরম অন্যায় হয়েছে। ফলে তাকে শাস্তির আওতায় আনা হোক।

অভিযোগের বিষয়ে প্রভাষক জাহাঙ্গীর আলম শাহীন সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে আমাকে চাকরিচ্যুত করার জন্য আমার বিপক্ষে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। পুরো অডিও-ভিডিও প্রকাশ করা হোক তাতে আমার দোষ প্রমাণিত হলে আমার শাস্তি হবে।

কলেজের অধ্যক্ষ সরওয়ার আলম বলেন, আমার কক্ষে জাহাঙ্গীর আলম শাহীন যে আচরণ করেছেন সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। সবার সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। 

এমএস

Wordbridge School