• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কারাগারে হাজতির মৃত্যু


মাদারীপুর প্রতিনিধি: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৮:৪১ পিএম
কারাগারে হাজতির মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলা কারাগারের নিক্সন বেপারি (৩৫) নামে এক হাজতি মারা গেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নিক্সন শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন বেপারীর ছেলে। 
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান।

জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর থানার একটি চাঁদাবাজি মামলায় গত ২১ আগস্ট নিক্সন বেপারীকে কারাগারে পাঠায় আদালত। সোমবার রাতে খাবার খাওয়ার পর রাত ১০টার দিকে হাজতি নিক্সনের হঠাৎ করে বুকে ব্যথা ওঠে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ।  পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

জেলা কারাগারের চিকিৎসক অখিল সরকার বলেন, ‘হাজতির বুকে ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে আমরা তার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করি। একপর্যায় তাকে হাসপাতালে জরুরি বিভাগে এনে  পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগী মারা যায়।

মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, আমাদের কারাগারের এক হাজতি রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাজতি আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিল। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। মঙ্গলবার দুপুরে ময়না তদন্ত শেষে হাজতির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মারা যাওয়া রোগীর হাজতি নং ৩০৯৫/২৩। 

আইএ

Wordbridge School
Link copied!