নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে ৩৩ জন হতদরিদ্র নারীদের মাঝে ২টি করে মোট ৬৬ টি ছাগল বিতরণ করা হয়েছে।
সেবা ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার (০৭সেপ্টেম্বর) দুপুরে চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র নারীদের মাঝে এই ছাগল বিতরণ করা হয়।
সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আমজাদ খানের সভাপতিত্বে ও সেবা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব রিয়াদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সেবা ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ আকন্দ মুজিবুর,সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।
এমএস







































