• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রিকশাজীবি সমিতির কার্যালয় পুনরুদ্ধারের দাবি 


লক্ষ্মীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৩:১৪ পিএম
রিকশাজীবি সমিতির কার্যালয় পুনরুদ্ধারের দাবি 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের পীর ফয়েজ উল্যা সড়কে ৩৯ বছরের প্রতিষ্ঠিত রিকশাজীবি সমিতি কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রায়পুরের পীর ফয়েজ উল্যা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন রিকশাজীবি সমিতির ৪১১জন সদস্য। 

মানবন্ধনে সমিতির সদস্যরা জানান, বিগত ৩৯ বছর যাবত লক্ষ্মীপুর জেলা পরিষদের নিকট হইতে ১৩২০ বর্গফুট জমিন লিজ নিয়ে পীর ফয়েজ উল্যা সড়কের উত্তর পাশে তাদের সমিতির কার্যক্রম চালিয়ে আসছে তারা। সম্প্রতি তাদের এই কার্যালয়ে কার্যক্রমে বাধা প্রদান ও তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার নিমিত্তে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে একটি প্রভাবশালী মহল এবং ইতোমধ্যে সেখানে নতুন ভবন নির্মানের জন্য নির্মান সামগ্রীও নিয়ে আসে সেই প্রভাবশালী মহল। যাহা সম্পূর্ণ বে-আইনী এবং প্রকাশ্যে আমাদের উপর নির্যাতন ও জুলুমের শামিল। 

তারা আরও জানান, আমরা খেটে খাওয়া দিনমজুর। আমরা কোন সিন্ডিকেট বুঝিনা। আমাদের দাবি একটাই, আমাদের দীর্ঘ ৩৯ বছরের কার্যালয়ে কোনপ্রকার কর্মকান্ডে বাধা না দিয়ে যেন রায়পুর পৌর শহরে আমাদের জন্য একটি নির্ধারিত অটোরিকশা স্ট্যান্ড তৈরি করা হয়। 

রিকশাজীবি সমিতির নেতৃবৃন্দ জানায়, প্রভাবশালীদের হুমকির প্রতিবাদ ও কার্যালয় পুনরুদ্ধারসহ সকল প্রকার বাধা বন্ধ করনের দাবিতে প্রাথমিক পর্যায়ে এ মানবন্ধনের আয়োজন করা হয়েছে। আমাদের দাবি না মানা হলে আমরা সর্বমহলে বিষয়টি নিয়ে সম্মিলিতভাবে স্মারকলিপি প্রদান করবো। 

এ বিষয়ে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাটের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। বিধি মোতাবেক যারা নতুন ভবন নির্মানের জন্য সেখানে নির্মান সামগ্রী জড়ো করেছে তারা কেউ আদৌ পৌরসভা থেকে কোন প্রকার অনুমতি নেয়নি। যাহা সম্পূর্ণ বে-আইনি। 

রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বলেন, এখানে ইট-বালু আমি আনিয়েছি এবং কাজটি আমি করাচ্ছি। এটি আদৌ কাউকে ভাড়া দেওয়ার কথা হয়নি। এটা উপজেলা প্রশাসনের কাজ। এখানকার প্রাপ্ত ভাড়া দিয়ে আমাদের উপজেলায় গঠিত পাবলিক লাইব্রেরির সকল প্রকার খরচ চালানো হবে। 

এমএস

Wordbridge School
Link copied!