• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১


ঠাকুরগাঁও প্রতিনিধি নভেম্বর ২৭, ২০২৩, ০১:০৫ পিএম
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গজেন রায় (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের আরাজী মাটিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত ফোইড়াদু রায়ের ছেলে। আহতরা হলেন- ফনি চন্দ্র রায় (২৮),  ফাগু রায় (৪০)। তারা দুজনেই নিহতের ভাই-ভাতিজা।

জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গজেন রায়ের সঙ্গে প্রতিবেশী ধর্ম রায় ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় প্রতিবেশী হর কুমার, মধু, ধর্মের ছেলের মিঠুন ক্ষেত থেকে ধান এনে গজেন রায়ের বাড়ি সামনে স্তুপ করেন। এতে গজেন তাদের বাধা দিতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গজেন রায়সহ তিনজন গুরুতর আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে গজেন রায়কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের ছেলে ভবেশ রায় জানান, ১৩ বছর ধরে প্রতিবেশী হর কুমার, মধু রায়, ধর্ম রায়ের জমি- জমা নিয়ে বিরোধ চলছিলো। কিন্তু গত তিন মাস আগে জমির মামলার রায় পায় গজেন রায়। হঠাৎ বাড়ির গেটের সামনেই ধানের পুঞ্জি (স্তুব) দিচ্ছিলো। এ নিয়ে সংঘর্ষ বাধে। এসময় বাবাসহ আরো দুইজন গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে আসলে বাবাকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি জমা সংক্রান্তে মারামারি কারণে গজেন নামে এক ব্যাক্তি মারা গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

সোনালীনিউজ/এসএম/এসআই

Wordbridge School
Link copied!