• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গণমাধ্যম আয়নার মতো, সেই আয়নায় আমরা সবকিছু দেখি: ইসি রাশেদা


নীলফামারী প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২৩, ০৬:৫৫ পিএম
গণমাধ্যম আয়নার মতো, সেই আয়নায় আমরা সবকিছু দেখি: ইসি রাশেদা

নীলফামারী: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের একার পক্ষে সামলানো সম্ভব না। গণমাধ্যম আয়নার মতো। সেই আয়নায় আমরা সবকিছু দেখি। সাংবাদিকরা সহযোগিতা না করলে আমাদের একার পক্ষে এই নির্বাচনে কাজ করা কঠিন হয়ে যাবে। ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা ইতোমধ্যে সে পরিবেশ তৈরি করেছি।’

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রিজাইডিং অফিসার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে সাংবাদিকরা সিসি ক্যামেরার মতো কাজ করবে। এক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকরা ভোটকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবে। তবে এক্ষেত্রে যেন ভোটের কার্যক্রমে বিঘ্ন না ঘটে সেটি বিবেচনায় রাখতে হবে।’

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোটের পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রে একসঙ্গে দুই জন সাংবাদিকের বেশি দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারের অনুমতি লাগবে না।’ বিষয়টি শুধু অবগত করতে হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এম রাশেদুল হক প্রমুখ।

ওয়াইএ

Wordbridge School
Link copied!