• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানুয়ারি ২১, ২০২৪, ০৬:২৩ পিএম
রূপগঞ্জে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

ছবি প্রতিনিধি

রূপগঞ্জ: নারায়নগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় পার্কিংয়ে থাকা গ্লোরি এক্সপ্রেস নামে দুটি পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ জানুয়ারি) ভোরে ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে গ্লোরি এক্সপ্রেস পরিবহনের থেমে থাকা ঢাকা মেট্রো -ব-১২-২৯৪৩,ও ঢাকা মেট্রো -ব-১৫-০৪১৬ এর দুইটি বাসে আগুন জ্বলতে দেখতে পায়। স্থানীয়রা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

খবর পেয়ে ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বাসের মালিক ও ড্রাইভার ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ড্রাইবার হৃদয় বলেন, ভোর সাড়ে চারটার দিকে গাড়ি নিয়ে গোলাকান্দাইল চৌরাস্তা থেকে চার পাঁচজন প্যাসেঞ্জার নিয়ে বলাইখাঁ এলাকায় পৌঁছানোর পর গাড়ির পেছনে আগুন দেখতে পান। তাৎক্ষণিক গাড়ি থামান তিনি। এর মধ্যেই আগুনটি ভয়ঙ্কর রূপ নিয়ে পাশে থাকা আরেকটি গাড়িতে লেগে যায়।

বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন বাস দুটি পুরে ছাই হয়ে গেছে তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।

ওয়াইএ
 

Wordbridge School
Link copied!