• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি


নীলফামারী প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২৪, ১১:৩৯ এএম
নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি

ছবি : প্রতিনিধি

নীলফামারী: নীলফামারীতে চলমান শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। সেই সাথে  হিমেল বাতাস আর হাড় কাপানো শীতে কাহিল হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। ভোর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পাত পড়ছে। ঘন কুয়াশার কারণে কাছের জিনিসও দেখা যাচ্ছে না। দুপুর পর্যন্ত যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। রাস্তাঘাট ও  হাটবাজারে জনসমাগম কমে গেছে।সবচেয়ে বেশি বেকায়দায় পরেছে খেটে খাওয়া মানুষজন। তারা প্রচন্ড শীতে ঘর হতে বের হতে পারছে না। 

রোববার (২৮ জানুয়ারি) নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫  ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটাই নীলফামারী জেলা সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান আজ নীলফামারী তাপমাত্রা  ৬.৫° সেলসিয়াস রেকর্ড করা হয়েছ। ঘন কুয়াশার কারণে বিমান উঠানামা ব্যাহত হচ্ছে। 

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!