• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ব্যালটে আপেলের স্থানে কদম, নির্বাচন স্থগিত


চাঁদপুর প্রতিনিধি: মার্চ ৯, ২০২৪, ০৩:৫২ পিএম
ব্যালটে আপেলের স্থানে কদম, নির্বাচন স্থগিত

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ওয়ার্ড উপ-নির্বাচনে ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদম ফুল ছাপা হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন শুরু হলে এ ভুল ধরা পড়ে।

আপেল মার্কার স্থলে কদম ফুল প্রিন্ট হওয়ায় ভোট স্থগিত করে দেন নির্বাচন কমিশন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোট গ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমপুর প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের নজরে আসে।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, নির্বাচন গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি হয়েছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে,  এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল),  শফিউল্যাহ স্বপন (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা), মাওলানা মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

এ ওয়ার্ডে ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আইএ

Wordbridge School
Link copied!