• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে বেগুনের কেজি ৬ টাকা!


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মার্চ ১৬, ২০২৪, ০২:৩৭ পিএম
ঈশ্বরদীতে বেগুনের কেজি ৬ টাকা!

ছবি : প্রতিনিধি

পাবনা: পাবনার ঈশ্বরদীতে মাত্র চার দিনের ব্যবধানে ৬০ টাকা কেজি দরের বেগুন এখন ৮ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (১৬ মার্চ) সকালে উপজেলার আড়মবাড়িয়া বাজারে এ দরে বেগুন বিক্রি হতে দেখা যায়। দুপুরে আরও কমে ছয় টাকা দরেও বিক্রি হয়েছে বেগুন। অথচ রমজানের প্রথমদিন সকালে ঈশ্বরদী বাজারে ৬০ কেজি দরে বিক্রি হয়েছে এ সবজি।

উপজেলার সাড়া ইউনিয়নের আড়মবাড়িয়া বাজারে সবজি বিক্রেতা সাইদুল ইসলাম জানান, আজ আড়মবাড়িয়া বাজারে ব্যাপক সবজির আমদানি হয়েছে। বিশেষ করে বেগুনে ভরপুর। বাজারের সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি। আর একটু নিম্নমানের বেগুন পাঁচ থেকে ছয় টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খোকন আলী নামে আরেক সবজি বিক্রেতা বলেন, ‘সকালে পৌর সবজি বাজারে বেগুন খুচরা বিক্রি হয়েছে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে।  বাজারে এসে দেখি বেগুনের বাজারদর পুরোই পাল্টে গেছে। এতো বেশি বেগুনের আমদানি হয়েছে যে ক্রেতাই পাওয়া যাচ্ছে না। যে যার মতো কম দামে বেগুন বিক্রি করছেন। আমি ৪৫০ টাকা মণ বেগুন কিনে ৪০০ টাকায় বিক্রি করছি। কিছু করার নেই। কাঁচামালের ব্যবসা এমনই হয়।’

উপজেলার গোপালপুর গ্রামের বেগুন চাষি মুক্তার আলী বলেন, অসময়ের বেগুন চাষে গতবছর রমজানে চাষিরা ভালো দাম পেয়েছিলেন। তাই এবারও অনেকেই বেগুন চাষ করেছেন। কিন্তু এবার বেগুনের দাম তুলনামূলক অনেক কম। বেগুন চাষিদের এবার লোকসান গুনতে হবে।

আড়মবাড়িয়া বাজারে সবজি কিনতে আসা আশনা গ্রামের শাহীন আলী বলেন, ‘বেগুনের দাম শুনে আমি নিজেই অবাক হলাম। গতবছর রমজানে প্রতিকেজি বেগুন ৬০-৯০ টাকা কেজি দরে কিনেছি। এবার হাটে এসে দেখছি বেগুন আট টাকা কেজি। তাই এক কেজি বেগুন কেনার ইচ্ছা থাকলেও দাম শুনে দুই কেজি কিনেছি।’

গোপালপুর গ্রামের ইনসার আলী বলেন, ‘ছয় কেজি দরে পাঁচ কেজি বেগুন কিনেছি। এগুলো ছাগল ও গরুকে খাওয়াবো। বাজারে এক কেজি গমের ভুসি ৫৫ টাকা। সবজির দাম কমে গেছে। তাই ভাবছি কয়েকদিন ছাগল গরুকে কে বেগুন  খাওয়াবো।’

ঈশ্বরদীর আড়মবাড়িয়া বাজারের সবজির পাইকাড়ি বিক্রেতা বিপুল হোসেন বলেন, ঈশ্বরদীতে প্রচুর সবজির আবাদ হয়। পাশাপাশি বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজসহ বেশকিছু সবজি পাশের উপজেলার বিলবাড়িয়া, লালপুর ও আব্দুলপুর থেকে  পাইকাড়ি কিনে এনে আড়মবাড়িয়া বাজারে পাইকারিতে বিক্রি করেন তিনি। প্রথম রমজানে বেগুনের যে দাম ছিল এখন তার চার ভাগের এক ভাগ দামও নেই। আবার যে কোন সময় বেগুনের দাম আবার বেড়ে যেতে পারে বলে জানান তিনি।

এসআই

Wordbridge School
Link copied!