• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নগদের ১৬ লাখ টাকা নিয়ে উধাও, অবশেষে গ্রেফতার 


নেত্রকোনা প্রতিনিধি  মার্চ ৩১, ২০২৪, ০৭:৪৮ পিএম
নগদের ১৬ লাখ টাকা নিয়ে উধাও, অবশেষে গ্রেফতার 

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে মোবাইল ব্যাংকিং নগদের ১৬ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার পর এক বিক্রয় কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৩১ মার্চ) দুপুরে ওই অপরাধীকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা ও দুর্গাপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় লাখেরও বেশি টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার বিক্রয় কর্মকর্তা সাইদুর রহমান রামীম (২৬) দুর্গাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

এর আগে গত শুক্রবার রাতে ঢাকার বনানী থানার করাইল বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার নগদ ডিস্ট্রিবিউশন হাউজের ম্যানেজার রাফাত আলম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু শরীফ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৬ মার্চ বুধবার ১৬ লাখ টাকা নিয়ে নগদ উদ্যোক্তাদের মাঝে বিতরণের উদ্দেশ্যে দুর্গাপুর ডিস্ট্রিবিউশন হাউজ থেকে বের হন বিক্রয় কর্মকর্তা রামীম। তবে সেই টাকা উদ্যোক্তাদের বিতরণ না করেই উধাও হয়ে যান তিনি। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার রাতে ঢাকার বনানী থানার করাইল বস্তি থেকে আসামি সাইদুর রহমান রামীমকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে আত্মসাৎ করা ১৬ লাখ টাকার মধ্যে ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এমএস

Wordbridge School
Link copied!