• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাফিজের মতে সেমিফাইনাল খেলবে যে চার দল 


ক্রীড়া ডেস্ক মে ১৮, ২০২৪, ০৪:৫৫ পিএম
হাফিজের মতে সেমিফাইনাল খেলবে যে চার দল 

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন। বৈশ্বিক টুর্নামেন্টে বিশেষ নজর থাকে সবার। তাই তো টুর্নামেন্ট শুরুর আগেই কারা খেলবে সেমিফাইনালে কারা খেলবে ফাইনাল এমন ভবিষ্যদ্ধাণীও করছেন অনেকে।

সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। নিজের দেশকে তিনি সেমিফাইনালের দৌড়ে রাখলেও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন সাবেক এই অলরাউন্ডার। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বেশ সংগ্রাম করবে বলে মত হাফিজের। সাবেক এই অলরাউন্ডার দলের ফরমেশন ও মাইন্ডসেটে দুর্বলতা আছে মনে করেন। তবে ঠিকই বাবর আজমরা সেমিতে উঠতে পারবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই টিম ডিরেক্টর। 

হাফিজ বলেন, ‘দেখুন একজন পাকিস্তানি হিসেবে পারফরম্যান্সকে পাশ কাটিয়ে আমার মন সবসময় পাকিস্তানের পক্ষেই থাকবে। কিন্তু বাস্তবতার দিকে তাকালে আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে বেশ সংগ্রাম করবে।’

এরপরই পাকিস্তান দলের দুর্বলতাও চিহ্নিত করেন হাফিজ, ‘এজন্য একমাত্র কারণ বিশ্বকাপে ভালো করার মতো সঠিক ফরমেশন এবং মাইন্ডসেট নেই তাদের। এমনকি দলে কার ভূমিকা কি সেটাও নির্ধারিত নয়, যার ফলে দলের কোনো নিয়ন্ত্রণও নেই।’

বাবরদের পিছিয়ে থাকার যুক্তি দেখালেও ঠিকই তারা সেমিফাইনালে খেলবেন বলে ভবিষ্যদ্বাণী দেন হাফিজ। এ ছাড়া তার দৃষ্টিতে সেমিতে খেলতে যাওয়া বাকি তিন দল হচ্ছে- ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। হাফিজ জানান, ‘আমি একই কথা আবারও বলব, আমার হৃদয় বলছে পাকিস্তানকে এক নম্বরে (সেমিফাইনালের জন্য) রাখতে। যদি আমি খেলার কৌশল ও ফরমেশন নিয়ে চিন্তা করি, তবে ভারত ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক ভালো খেলবে। স্বাগতিক ক্যারিবীয়রাও ভালো করবে, পাশাপাশি সমান পারফর্ম করতে পারে ইংল্যান্ড।’

বিশ্বকাপের দল ঘোষণা না করলেও, পাকিস্তান কিন্তু বসে নেই। ঘরের মাঠে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আয়ারল্যান্ডের মাটিতেও সিরিজ শেষ করেছে। এখন ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষায় বাবর-রিজওয়ানরা। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে গড়পড়তা পারফর্ম করার কথা উল্লেখ করে বাবরদের সমালোচনা করেছেন হাফিজ, ‘ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ফল, মোটেও পাকিস্তানের পক্ষে কথা বলছে না। 

এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ পাকিস্তান তাদের পুরো শক্তি নিয়ে খেলেছে। দুর্ভাগ্যবশত সমর্থক হিসেবে আমরা যে ফল প্রত্যাশা করেছি, সেটি আসেনি।’

একইভাবে আয়ারল্যান্ড সিরিজ নিয়েও হতাশ সাবেক এই পাক অধিনায়ক। ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান প্রথমবারের মতো আইরিশদের কাছে হেরে যায়। পরের দুই ম্যাচ জিতে অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ শেষ করে পাকিস্তান। 

এ নিয়ে হাফিজ বলেন, ‘প্রথম ম্যাচ হারের পর তাদের কামব্যাক ভালো ছিল। বিশেষত সিরিজ জেতায় তারা যে মনোভাব দেখিয়েছে। মনে হয়েছিল তারা সিরিজ জিততে পারবে না, তবে তারা শক্তভাবেই ফিরে এসেছে। তারা জিতেছে ঠিকই, তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ও আধিপত্য দেখানোর কাজটা পর্যাপ্ত ছিল না।’

এআর

Wordbridge School
Link copied!