• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নাতি-নাতনিদের কাপড় কিনে না দেওয়ায় নানীর আত্মহত্যা


ঠাকুরগাঁও প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২৪, ০৯:২৫ পিএম
নাতি-নাতনিদের কাপড় কিনে না দেওয়ায় নানীর আত্মহত্যা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঈদে মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের সেমাই এবং কাপড় কিনে দিতে না পারায় জাহানারা (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। ওই বদ্ধ মহিলা ছাগলডাঙ্গী গ্রামের মো. বজিরউদ্দিনের স্ত্রী।

ওসি ফিরোজ কবির প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ঈদে মেয়ে-জামাই ও নাতিদের সেমাই ও কাপড় কিনে দিতে না পারায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় মঙ্গলবার রাতে জাহানারার। পরে স্বামী বজিরউদ্দিন বাড়ির পাশে নিজ দোকানে ঘুমিয়ে পরেন এবং জাহানারা নিজ ঘরে ঘুমাতে যান। পরে ভোরবেলা ছেলে তার মাকে ডাকতে গেলে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পান। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় এবং তারা লিখিত অনুমতি নেওয়ায় ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

এমএস

Wordbridge School
Link copied!