• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের দিনে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ তারেকের মরদেহ উদ্ধার 


কক্সবাজার প্রতিনিধি: জুন ১৮, ২০২৪, ০৭:৪০ পিএম
ঈদের দিনে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ তারেকের মরদেহ উদ্ধার 

কক্সবাজার: ঈদের দিন বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর মোহাম্মদ তারেক (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার কুতুবদিয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজে লাইফগার্ডকর্মী, বিচকর্মী ও প্রশাসনের লোকজন ছিলেন।

এর আগের দিন সোমবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে সে নিখোঁজ হয়।

নিহত তারেক কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার মোহাম্মদ জয়নালের ছেলে। 

তারেকের বন্ধুদের বরাত দিয়ে সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বলেন- ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসে ৬ বন্ধু। দুপুর একটার দিকে গোসলে নামে কলাতলী পয়েন্টে। দেড়টার দিকে ৫ বন্ধু উঠে এলেও অপর বন্ধু উঠেননি। পরে অনেক খুজাখুজির পর আজ তার লাশের সন্ধান মিলে।

আইএ

Wordbridge School
Link copied!