• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে  বিক্ষোভ 


বেরোবি প্রতিনিধি: জুলাই ১২, ২০২৪, ০৭:৫০ পিএম
শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে  বিক্ষোভ 

রংপুর: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬ টায় বেরোবির স্বাধীনতা স্মারকের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১ নং গেট এ এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কুবি/চবিতে/শেকৃবি হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘পুলিশ/হামলা/মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা একটা যৌক্তিক আন্দোলনের দাবিতে রাজপথে নেমেছি। আমাদের যৌক্তিক আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এই হামলা তীব্র নিন্দা জানাই। এই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। 

আইএ

Wordbridge School
Link copied!