• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

সমুদ্রে নামতে সতর্ক করছে টুরিস্ট পুলিশ, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৩১ পিএম
সমুদ্রে নামতে সতর্ক করছে টুরিস্ট পুলিশ, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সর্তকতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।  তবে সাগর উত্তাল, থেমে থেমে বৃষ্টি, ধমকা বাতাস এর মধ্যেও অসংখ্য পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটায়। শারদীয় দুর্গাপূজা পর থেকে কুয়াকাটা পর্যটকের আগমন বাড়তে থাকে। বর্তমানে কুয়াকাটা শত শত পর্যটক রয়েছে বলে জানিয়েছেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুশার।

বুধবার (২৩ অক্টোবর) মেঘলাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যে উত্তাল সমুদ্র সৈকতের ঢেউ উপভোগ করছে পর্যটকরা। কুয়াকাটা টুরিস্ট পুলিশের সতর্ক শুনছে না তারা। তারপরও পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

পর্যটক শাহিন মোল্লা বলেন, ভালো আবহাওয়া দেখে এসেছি এখন হঠাৎ দেখি হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা সমুদ্রে গোসল করতে এসেছি, আসলে উত্তার সমুদ্র সৈকতে গোসল করতে এক অন্য রকম অনুভূতি ফিল করছি। একই সময় সুমাইয়া বলেন, উত্তাল সমুদ্র সৈকত দেখতে অনেক ভয় লাগে, তবে অন্যরকম রূপ লাগছে সৈকতের বড় বড় ঢেউ আমাকে মুগ্ধ করছে।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুশার জানান,  ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কুয়াকাটা এলাকায়।  এর মধ্যেও পর্যটকদের উপস্থিতি পর্যটন ব্যবসায়ীদের বড় সু-ফল এনে দিবে বলে মনে করি আমি, আর পর্যটক বেশি হওয়ার কারন হলো, পার্বত্য অঞ্চলগুলো পর্যটকদের জন্য বন্ধ থাকায় কুয়াকাটাকেই বেছে নিয়েছে তারা। 

ইনচার্জ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের আব্দুল খালেক জানান, ইতোমধ্যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল, তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন সেজন্য আমরা মাইকিং করছি বারবার। ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। ৩ নম্বর সর্তকতা সংকেত বর্তমানে চলমান আছে। তবে এই সর্তকতা সংকেত বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।  পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯৪ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ডানা। 

এসএস

Wordbridge School
Link copied!