• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আলোচনা সভা


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ১১:৩৪ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আলোচনা সভা

নেত্রকোনা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পূর্বধলা সাব রেজিস্ট্রার অফিস মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ফকিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ নওয়াব, সাঈদ আল মামুন শহিদ ফকির, মোহাম্মদ আবুল হাসনাত বেপারি, সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা তাঁতীদলের সভাপতি আ: জসিম উদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেম, যুব বিষয়ক সম্পাদক মাহাবুব আলম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

এসএস

Wordbridge School
Link copied!