• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুর-বরিশাল বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি


পিরোজপুর প্রতিনিধি জানুয়ারি ২৯, ২০২৫, ০৯:২৬ পিএম
পিরোজপুর-বরিশাল বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

পিরোজপুর: পিরোজপুর টু বরিশাল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে রূপাতলী এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে একটি অপ্রিতিকর ঘটনাকে কেন্দ্র করে বাস ভাংচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবী, বাস ভাংচুরের সময় শ্রমিকদের মারধর করা হয়েছে। 

নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে বুধবার (২৯ জানুয়ারী) সকাল ৬ টা থেকে বরিশালে সকল রুটের বাস চলাচল বন্ধ করে ধর্মঘট শুরু করে বাস শ্রমিকরা। ধর্মঘটের কারণে পিরোজপুর থেকে বরিশাল গামী যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। বিপাকে পরেছে দুর-দুরন্তের যাত্রীরা। সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্প ভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটো চালকদের বিরুদ্ধে। 

একাধিক শ্রমিক জানিয়েছেন, তাদের জীবনের কোন নিরাপত্তা নেই। বিভিন্ন সময় তাদের মারধর করা, বাস ভাংচুর করা হচ্ছে। এমনভাবে সড়কে বাস চালানো তাদের জন্য আতঙ্কের। তাই যতক্ষন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। 

এদিকে যাত্রীরা বলছে, বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের জিন্মি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধান না করলে দুর্ভোগ আরো বাড়বে বলে দাবী করেন এসব ভুক্তভোগী যাত্রীরা। 

এবিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুল ইসলাম খন্দকার জানান, এ ঘটনার বিষয়ে কিছুটা জানতে পেরেছি। খোঁজ নিয়ে দেখছি। বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

আইএ

Wordbridge School
Link copied!