• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করলেন কাফি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:২৭ পিএম
বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করলেন কাফি

পটুয়াখালী: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান। 

জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২ নম্বরে গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে অক্ষত অবস্থায় বের হতে পেড়েছেন। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নুরুজ্জামান কাফি বলেন, আমার উপরে একটি চক্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছেন। তাছাড়া আমি জুলাই আন্দোলনের সাথে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমার উপরে এবং পরিবারকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এর বিচার চেয়ে থানায় মামলা করেছি, আশা করছি প্রশাসন দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে। 

আইএ

Wordbridge School
Link copied!