• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রকে ফিরিয়ে আনলো পুলিশ


নেত্রকোনা প্রতিনিধি  মার্চ ৬, ২০২৫, ০৪:৫৪ পিএম
নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রকে ফিরিয়ে আনলো পুলিশ

নেত্রকোনা: পূর্বধলায় নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী মারুফুল হাসান আশফাক (১৩) নিখোঁজের ৪ দিন পর পুলিশের সহযোগিতায় ফিরে পেয়েছে পরিবার। 

গত বুধবার (০৫ মার্চ) পূর্বধলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাবিবের নেতৃত্বে চৌকস টিম উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। মারুফুল হাসান আশফাক পূর্বধলা উপজেলা সদরের ইউনিয়নের রাজপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

পিতা আব্দুল হালিম জানান, গত শুক্রবার (০১ মার্চ) বিকালে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়। ছেলের খোঁজ পেতে আত্মীয়-স্বজন থেকে শুরু করে সকল জায়গায় খোঁজ নেই, ছেলেকে কোথাও না পেয়ে (০৩ মার্চ) পূর্বধলা থানায় নিখোঁজের ডায়েরি করি। পরবর্তীতে পূর্বধলা থানা পুলিশের বুদ্ধিমত্তা ও আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে ছেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, মারুফ আরেক মাদ্রাসা পড়ুয়া বন্ধুর কাছে পরিবারের কাউকে না জানিয়ে চলে যায়। 

পরবর্তীতে একটি ফোন কলের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ফোন ট্র্যাকিং এর মাধ্যমে নিখোঁজ মারুফুল হাসান আসফাককে সিলেট জেলার শাহপরান থানার খাদিম নগর এলাকা থেকে উদ্ধার করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এআর

Wordbridge School
Link copied!