• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

আলফাডাঙ্গায় ১৮ দিন পর সেই গ্রামে আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি মে ১৬, ২০২৫, ০৯:০৯ পিএম
আলফাডাঙ্গায় ১৮ দিন পর সেই গ্রামে আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফরিদপুর: আলফাডাঙ্গায় একটি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরসহ পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ এপ্রিল (সোমবার) ভোররাত তিনটার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে একটি মন্দির, একটি করাতকল ও তিনটি বসতঘরের রান্নাঘরে প্রায় একইসময়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় থানায় পৃথক পৃথকভাবে তিনটি মামলা লিপিবদ্ধ করা হয়। 

মামলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই এলাকার চারজনকে গ্রেপ্তার করেন। যদিও গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, ঘটনার সাথে জড়িত না থাকলেও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে প্ররোচিত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনার ১৮ দিন পার না হতেই বৃহস্পতিবার (১৫ মে) ভোররাত তিনটার দিকে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই গ্রামের মো. আক্কাস শেখ (৫৭) নামে এক কৃষকের বাড়ির দুইটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ আক্কাস শেখ।

এ ঘটনায় শুক্রবার (১৬ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক আক্কাস শেখ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আক্কাস শেখ বলেন, তিনি দীর্ঘদিন ধরে তিনটি গরু পালন করে আসছেন। এসব গরুর জন্য বিভিন্ন স্থান থেকে খড় ক্রয় করে দুইটি গাদা তৈরি করেন। কে বা কারা সেসব খড়ের গাদায় আগুন লাগিয়ে দিলে সবগুলো খড় পুড়ে যায়।

আক্কাস শেখ বলেন, গত ২০২৩ সালে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে আমার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরিকল্পিত ভাবে কেউ আমাদের পরিবারের ক্ষতি করার জন্য এই আগুন দিয়েছে।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

এআর

Wordbridge School
Link copied!