• ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

ফরিদপুর চিনিকলে অবসরপ্রাপ্তদের পাওনা দাবিতে স্মারকলিপি প্রদান


ফরিদপুর প্রতিনিধি মে ১৭, ২০২৫, ০৩:৪৬ পিএম
ফরিদপুর চিনিকলে অবসরপ্রাপ্তদের পাওনা দাবিতে স্মারকলিপি প্রদান

ফরিদপুর: মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীদের পাওনার দাবিতে সরকার ঘোষিত উৎসবভাতা, চিকিৎসাভাতা, বৈশাখীভাতাও গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনার দাবিতে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ এর মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

শনিবার অবসরপ্রাপ্তদের আবেদনপত্র,সরকারী আদেশের কপি সম্বলিত স্মারকলিপি ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে প্রদানের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কৃষি বিভাগের কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সমন্ময়ক সাবেক সিডিএ আবুল বাশার বাদশা, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার, সাবেক চালক সুভাষ রায়। 

এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান। 

উল্লেখ্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর ২০১৫ সালের জুলাই হতে সরকার ঘোষিত উৎসবভাতা, চিকিৎসাভাতা, বৈশাখীভাতা ও গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রদানের সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষে গ্রহণ করা হয়নি বলে আবেদনকারীরা জানান। 

এআর

Wordbridge School
Link copied!