• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপগঞ্জে ১০ হাজার বৃক্ষরোপন কাজের উদ্বোধন 


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মে ২৭, ২০২৫, ০৯:০৯ পিএম
রূপগঞ্জে ১০ হাজার বৃক্ষরোপন কাজের উদ্বোধন 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া'র গৃহীত কর্মসূচি ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় রূপগঞ্জে ১০ হাজার বৃক্ষরোপণ, থানা ভবন পরিদর্শন, সড়ক উদ্বোধনসহ নানা কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার ২৭ মে বেলা ১১টা থেকে দিনব্যাপি উপজেলার তারাবো পৌরসভায় পৌর স্কুল পরিদর্শন,  গোলাকান্দাইলে বৃক্ষরোপন ও সড়ক উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি তাছবির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন, ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোখলেস উদ্দিন প্রমুখ।  

এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি রূপগঞ্জে ১৫ হাজার গাছ লাগানো হবে। এখানে শিল্পনগরী হওয়ায় ঢাকা সিলেট মহাসড়কের অংশে যানজট সমস্যা, জমি দখল, পরিবেশ দূষণের ঘটনা নিত্য ঘটে। এসব নিয়ে প্রশাসন কাজ করবে। আমি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানাচ্ছি। সবার সহযোগিতা পেলে আমরা  নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এবং পুরো জেলাকে গ্রিণে রূপান্তরিত করতে পারবো।

এ সময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আমাদের সবার। সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে আলোচনা করবে এই গ্রিন সিটির জন্য। আশা করি যানজট নিরসনে শহরবাসী খুব সহজেই যাতায়াত করতে পারছেন। এবং সবাই এর সুফল ভোগ করছেন। তাই আমি চাই সর্বক্ষেত্রে আপনারা সুফল ভোগ করুন।  

এআর

Wordbridge School
Link copied!