• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাস-মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০২৫, ০৮:১২ পিএম
ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাস-মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫) ও তার ছেলে মো. সবুজ (৩৫) এবং একই উপজেলার সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কহিনুর সুলতানা (৩৬)। আহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বলেন, ‘যাত্রী নিয়ে বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় আরও চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।’

আইএ

Wordbridge School
Link copied!