• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে যাত্রী হয়রানি বন্ধে বরগুনায় যৌথ বাহিনীর অভিযান 


বরগুনা প্রতিনিধি  জুন ১০, ২০২৫, ১২:২৭ পিএম
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে যাত্রী হয়রানি বন্ধে বরগুনায় যৌথ বাহিনীর অভিযান 

ছবি : প্রতিনিধি

বরগুনা: পবিত্র ঈদুল আযহা পালন শেষে কর্মস্থলে ফিরতে লঞ্চ ও বাস ভাড়া অতিরিক্ত নেয়ার বন্ধে বরগুনায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি পরিচালনা করা হয় মোবাইল কোর্ট। অভিযানে বরগুনা নৌ কন্টিনজেন্ট সদস্যরা এবং বরগুনা জেলা পুলিশ অংশগ্রহণ করে। 

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে নয়টা থেকে ঢাকাগামী বাস কাউন্টার, লঞ্চঘাট ও বরগুনা বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি বন্ধে অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয় সেজন্য এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আবু জাহের। 

অভিযানে দেখা যায় ঢাকাগামী লঞ্চ গুলোতে বিআইডব্লিউটিএর চাট অনুযায়ী ডেকে জনপ্রতি ৬০০ টাকা, সিঙ্গেল কেবিন ১৬০০ এবং ডাবল কেবিন ৩০০০ টাকা করে নেয়া হচ্ছে। ঢাকাগামী বাসকাউন্টার গুলোতে গড়মিল পাওয়া গেলেও যাত্রী প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি নিচ্ছে। 

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আবু জাহের বলেন, লঞ্চ গুলোর ভাড়া আদায় সঠিক নিয়মে চললেও বাস ভাড়ার জন্য বিআরটিএ নির্ধারিত চাট অনুযায়ী সায়দাবাদ জনপ্রতি ৭৭৫ টাকা এবং গাবতলি সাভার ৯৫৫ টাকা করে টিকিট কাটার জন্য কাউন্টার গুলোতে বলা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে এরকম কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাস কাউন্টারকে জরিমানা আদায় করা হবে। 

এসআই

Wordbridge School
Link copied!