• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিলিতে শাটডাউন পালন করছেন কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা


হিলি প্রতিনিধি জুন ২৮, ২০২৫, ০৭:২৮ পিএম
হিলিতে শাটডাউন পালন করছেন কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা

দিনাজপুর: কেন্দ্রীয় অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে কমপ্লিট শাটডাউন পালন করেছেন হিলি কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা।

কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোন কার্যক্রম করছেন না। কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা দাপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন।

এদিকে তাদের এই কর্মসূচির কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলে দুপুর সাড়ে ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়।

আমদানি শুরু হলেও কাস্টমস কর্মকর্তা কাজ না করায় আমদানিকৃত পণ্যের বিল অবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরীক্ষণ, শুল্কায়ন কার্যক্রম করতে পারছেনা ব্যবসায়ীরা।

এতে করে বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। অবিলম্বে তাদের এই কর্মসূচি যেন প্রত্যাহার করে নেন সরকারের প্রতি সেই ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি কাস্টমস কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের দাবিতে কাস্টমসে কমপ্লিট শাটডাউন থেকে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ। 

এরই অংশ হিসেবে দিনাজপুরের হিলিতেও আমরা কমপ্লিট শাটডাউন পালন করতেছি। আমাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে কেদ্রীয় নির্দেশনা অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে কোন ভারতীয় ট্রাক রিসিভ হবে না।

এআর

Wordbridge School
Link copied!