• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির প্রার্থী মিনুর পক্ষে রাজশাহী-২ আসনে মনোনয়নপত্র উত্তোলন 


রাজশাহী ব্যুরো ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৩২ পিএম
বিএনপির প্রার্থী মিনুর পক্ষে রাজশাহী-২ আসনে মনোনয়নপত্র উত্তোলন 

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, এড. ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, নেতা নাজমুল হক ডিকেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সহকারী রিটার্নিং অফিসার জেবুন্নেছা শাম্মি, জিয়াউল হক খান ও রোকসানা নাসরিনও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র গ্রহণের পর বিএনপি নেতারা জানান, আজ আনুষ্ঠানিকভাবে রাজশাহী-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্য রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!