• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিজয় দিবসের পুষ্পার্পণ স্থগিত, জগদীশপুর মুক্তিযোদ্ধারা ফুঁসছেন


হবিগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৩৭ পিএম
বিজয় দিবসের পুষ্পার্পণ স্থগিত, জগদীশপুর মুক্তিযোদ্ধারা ফুঁসছেন

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পার্পণ ও সম্মান প্রদর্শনের কর্মসূচি হঠাৎ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধাদের অভিযোগ, প্রতিবছর বিজয় দিবসে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে নিয়মিতভাবে পুষ্পার্পণসহ নানা কর্মসূচি পালিত হলেও এবার কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তা বাতিল করা হয়েছে। এছাড়া ১৫ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের কর্মসূচিও রাখা হয়নি।

মাধবপুর পৌরসভার মুক্তিযোদ্ধা কমান্ডার জারু মিয়া বলেন, প্রতিবছর আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করতাম। এবার উপজেলা প্রশাসন সেই কর্মসূচি রাখেনি। ১৬ ডিসেম্বরও ঐতিহাসিক মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পার্পণ স্থগিত করা হয়েছে। তবে আমরা নিজেদের উদ্যোগে সেখানে পুষ্পার্পণ করব।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাশেম মিয়া অভিযোগ করেন, এবার বিজয় দিবস উদযাপনের মনগড়া শিডিউল আমাদের বুক ফাটিয়ে দিয়েছে। যেখানে প্রতিবছর সম্মান প্রদর্শন হতো, সেখানে হঠাৎ করে কর্মসূচি বন্ধ করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেন, উপকমিটিতে কিছু অযোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে পরিকল্পিতভাবে বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ওই সভায় মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন। সব সিদ্ধান্ত সংশ্লিষ্ট কমিটির দ্বারা নেওয়া হয়েছে। এখানে তার ব্যক্তিগত কোনো দায় নেই।

এসএইচ 

Wordbridge School
Link copied!