• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিশু ধর্ষণ : মীমাংসার কথা বলে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


পিরোজপুর প্রতিনিধি: জুলাই ২৮, ২০২৫, ০৩:০১ পিএম
শিশু ধর্ষণ : মীমাংসার কথা বলে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে পঞ্চম শ্রেণীর (১১) এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. মনজুরুল কবিরের বিরুদ্ধে। মো. মনজুরুল কবির উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। 

ধর্ষণের শিকার ভুক্তভোগী পরিবারটি ওই নেতার শালিস না মেনে থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত ধর্ষক মো. মনির হোসেন ফরাজীকে (৫৫) গ্রেপ্তার করে। বিষয়টি সোমবার (২৮ জুলাই) দুপুরে ওসি বনি আমিন নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

জানা গেছে, ভিকটিম উপজেলার চামী মুসলিমিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী।  শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে বাড়ীর পাশের মনির ফরাজির দোকানে যায় ওই শিশুটি। দোকানী অভিযুক্ত মনির ফরাজী তাকে লজেন্স খাবার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতর নিয়ে বাহির থেকে দরজায় তালা দিয়ে ভিতরে প্রবেশ করে জোরপুর্বক ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনজুরুল কবির এগিয়ে এসে অভিযুক্ত ধর্ষকের পরিবারকে আপোষ মীমাংসার কথা বলে চাপ দিয়ে এ লাখ টাকা নেয়। ধর্ষিতার পরিবার বিষয়টি জেনে নেছারাবাদ থানায় মনির হোসেন ফরাজিকে (৫৫) আসামি করে ওইদিন রাতে লিখিত অভিযোগ দেয়। 

ধর্ষকের মা মাহাফুজা বেগম বলেন, আমার ছেলে একটু অপরাধ করে বসেছে৷ এজন্য তাকে ধরে অনেক মারধর করেছে সাবেক মেম্বার মনজুরুল কবির। পরে মেম্বারের প্রস্তাবে গ্রাম চৌকিদার মো: সজীব মাঝির মাধ্যমে মেম্বারকে এক লাখ টাকা দেয়া হয়েছে। টাকা দেয়ার পরও আমার ছেলের নামে মামলা হল কেন? আমরা প্রদানকৃত টাকা ফেরত চাই।

গ্রাম চৌকিদার মো: সজীব মাঝি মীমাংসার কথা বলে টাকা নেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আমি হাত থেকে কোন টাকা নেইনি। ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. মনজুরুল কবির মীমাংসার কথা বলে সবার সামনে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল। পরে মামলা হওয়ায় সে টাকা ফেরৎ দেয়া হয়েছে বলে শুনেছি। তবে, আমি কোন টাকা ধরিনি।

মনজুরুল কবির টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কোন টাকা নেইনি। কারা টাকা নিয়েছে তা আমি জানিনা। তাহলে চৌকিদার সজীব মাঝি টাকা নেয়ার বিষয়ে আপনাকে বলল কেন। আমি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য। একটা শালিস বিচারে গেলে নানা লোকে নানা কথা বলতে পারে। তাতে কি প্রমাণ হয়, আমি টাকা নিয়েছি?

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তরী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!