• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম, জানুন আজকের বাজার দর


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০২৫, ১২:৩৯ পিএম
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম, জানুন আজকের বাজার দর

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক বাজারে বাড়লেও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

গত ২ ডিসেম্বর রাতের এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন দামে ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

নতুন সোনার দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম):

২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা, ২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা, ১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, সোনার মূল দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।

এর আগে ১ ডিসেম্বর ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২,১২,১৪৫ টাকা, যা কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছর ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৫৬ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬২ বার।

এদিকে সোনার দাম কমলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে।

রুপার দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে—৬ বার বেড়েছে, ৩ বার কমেছে।

সোনার দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বাজারে সোনার দামে বারবার ওঠানামা থাকলেও রুপার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় আছে।

পিএস

Wordbridge School
Link copied!