• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা


ঝালকাঠি প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৫৫ এএম
ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মুফতী নূরুল্লাহ আশরাফী পীর সাহেব তালগাছিয়াকে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। রিক্সার প্রতীকে সংগঠনের আমীর আল্লামা মামুনুল হকের অনুমোদনে এই প্রার্থীতা চূড়ান্ত করা হয়।

প্রার্থী ঘোষণার পর থেকেই রাজাপুর ও কাঁঠালিয়া এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে দলীয় নেতা কর্মীদের মাঝে। বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি শুরু করেছে খেলাফত মজলিসের নেতারা। প্রচারপত্রে তুলে ধরা হয়েছে ধর্ম, বর্ণ, ভিন্নমত নির্বিশেষে সবার জন্য খেলাফতমুখী ন্যায়-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। 

মুফতী নূরুল্লাহ আশরাফী বলেন, রাজাপুর ও কাঁঠালিয়ার দীর্ঘদিনের বঞ্চনা দূর করে সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আধুনিক এলাকা গড়াই তাঁর প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে খেলাফতব্যবস্থাই হতে পারে মানুষের কাঙ্ক্ষিত সমাধান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। 

এদিকে, খেলাফত মজলিসের রাজাপুর–কাঁঠালিয়া উপজেলা শাখা জানিয়েছে, সামনে ইউনিয়নভিত্তিক আরও ব্যাপক গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠকের কর্মসূচি পরিচালনা করা হবে।

এম

Wordbridge School
Link copied!